Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসায় তালা দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও তার অনুসারীদের বিরুদ্ধে। এসময় হামলাকারীদের মারধরের শিকার হয় মাদ্রাসার হাফেজ আহমদ হোসাইন।

গত (১৫ ডিসেম্বর) সোমবার রাতে আনোয়ারের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল যুবক মাদ্রাসায় এসে এতিমখানার ছাত্রদের বের করে দিয়ে সেখানে তালা মেরে দেয়, পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক হাফেজ আহমদ হোসাইন বাধা দিতে গেলে তাকে মারধর করে। পরবর্তীতে একে একে মাদ্রাসার সব কক্ষে তালা দিয়ে সবাইকে চলে যেতে বলে। ঘটনার পরপরই ৯৯৯ নাম্বারে কল করে ফুলগাজী থানা পুলিশের সহায়তা চায়, রাতেই ঘটনাস্থলে পুলিশের একটা টিম উপস্থিতি হয়।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে শুক্রবার(১৯ ডিসেম্বর) পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিলো। মূলত কমিটি নিয়ে বিরোধের কারণে মাদ্রাসা তালাবন্ধ ছিল।

এদিকে মাদ্রাসায় তালা ঝুলানোর বিষয়টি চারদিকে জানাজানি হলে শনিবার (২০ ডিসেম্বর) বিকালের দিকে তালা খুলে দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম জানান, বিএনপি নেতা টিপুর নেতৃত্বে মাদ্রাসায় একদল যুবক হামলা চালায়, সেখানে হাফেজ আবদুল্লাহও উপস্থিতি ছিলেন। এসময় একজন শিক্ষককে মারধর করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত