প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপে গিয়ে পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এম এ হান্নান পূজামণ্ডপগুলোর আর্থিক সহায়তা প্রদান করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক বাদল দেব, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, গোর্কণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া, সাংগঠনিক সম্পাদক মনা মিয়া,সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পরিদর্শনে তার সঙ্গে যোগ দেন।