Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

৫ দফা দাবী বাস্তবায়নে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত কাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) ফেনীতে জামায়াতের সমাবেশ আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ পূর্বক সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান। 

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, জামায়াত নির্বাচনবিরোধী নয়, বরং নির্বাচনমুখী একটি দল। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা করা হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলে আমরা প্রস্তুত আছি। তবে পিআর ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণও তা কোনোভাবেই মেনে নেবে না।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত