Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

নাসিরনগরে দুর্গোৎসব উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মিয়া, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, ফান্দাউক ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজ আনসারি, চাপরতলা ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মেম্বার, কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি আনু মিয়া ও ধরমন্ডল যুবদলের সভাপতি ফরহার আহমেদ , কাউছার মিয়া, মনা মিয়া, প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সবার দায়িত্ব। ধর্মীয় উৎসবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তারা আরও জানান, উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত