Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

বাগআঁচড়ায় উঠান বৈঠকে বক্তব্য রাখলেন মফিকুল হাসান তৃপ্তি

তরিকুল ইসলাম বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মোঃ মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম।

বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা সতর্ক নজর রাখবেন। যাতে সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয় এবং সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ করতে পারেন।”

তিনি আরো বলেন,
একটি অশুভ শক্তি—আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের কিছু দুষ্টু মানুষ হিন্দু সম্প্রদায়ের পবিত্র পূজার অনুষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার থাকব।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনায়াম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাইজুল, ১ নং ওয়ার্ড সভাপতি ছুহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকের উঠান বৈঠকে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত