Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক-২

বেনাপোল প্রতিনিধি :

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হলেন, মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬) একই এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্নিালের সামনে অবস্থান করে। এসময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক স্বীকার করেন ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপ োল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। #

Share

আরো খবর


সর্বাধিক পঠিত