Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীর মানুষ কুমিল্লা নয় চট্রগ্রাম বিভাগেই থাকতে চায়: মানববন্ধনে বক্তাদের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মানববন্ধনের ছবি


ফেনী জেলাকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সাথে সংযুক্ত না করে পূর্বের মতো চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ফেনীবাসী।’
মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ফেনী একটি স্বাধীন বিভাগ হিসেবে গড়ে ওঠার সক্ষমতা রাখে। 
যদি সরকার ফেনীকে স্বাধীন বিভাগ ঘোষণা না করে, তবে জেলাটি অবশ্যই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত থাকতে হবে। কোনভাবেই কুমিল্লা বিভাগের সাথে যুক্ত হওয়া ফেনীবাসী মেনে নেবে না।

তারা আরও হুঁশিয়ারি দেন, সরকারের পক্ষ থেকে এ জনদাবি উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে, ফেনীবাসী সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ফেনীবাসী’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।

সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, এবিপার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য মাঈন পাটোয়ারী, জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জিটিভির প্রতিনিধি জসিম ফরা য়েজী, প্রত্যয়-এর রিপোর্টার তানজিদ শুভ, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিম তাজিম, ওমর ফারুক শুভ, সেচ্ছাসেবক রুবেল তারেক, নিসআ সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।

এ সময় ‘আমরা ফেনীবাসী’র সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত