প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলাকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সাথে সংযুক্ত না করে পূর্বের মতো চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ফেনীবাসী।’
মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ফেনী একটি স্বাধীন বিভাগ হিসেবে গড়ে ওঠার সক্ষমতা রাখে।
যদি সরকার ফেনীকে স্বাধীন বিভাগ ঘোষণা না করে, তবে জেলাটি অবশ্যই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত থাকতে হবে। কোনভাবেই কুমিল্লা বিভাগের সাথে যুক্ত হওয়া ফেনীবাসী মেনে নেবে না।
তারা আরও হুঁশিয়ারি দেন, সরকারের পক্ষ থেকে এ জনদাবি উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে, ফেনীবাসী সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ফেনীবাসী’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।
সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, এবিপার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য মাঈন পাটোয়ারী, জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জিটিভির প্রতিনিধি জসিম ফরা
য়েজী, প্রত্যয়-এর রিপোর্টার তানজিদ শুভ, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিম তাজিম, ওমর ফারুক শুভ, সেচ্ছাসেবক রুবেল তারেক, নিসআ সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
এ সময় ‘আমরা ফেনীবাসী’র সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।