প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা মাস্টারপাড়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষা ২০২৫-এ কৃতকার্য শিক্ষার্থী ও অত্র এলাকার বয়শিষ্ঠ কবর খননকারীদের সম্মাননা অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় স্থানীয় আব্দুল কাদের জিলানী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট আকবর হুসাইন, ইঞ্জিনিয়ার শেখ ফয়েজ আহমেদ রাজু, ব্যবসায়ী মোহাম্মদ লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক শিহাব ইবনে মাসুম ও সাংবাদিক সুমন পাটোয়ারী।
এ সময়ে এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৭ জন কবর খননকারী ও ৬ জন সফল শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা কবর খননকারীদের সমাজে গুরুত্ব তুলে ধরে বলেন—মানব জীবনের শেষ মুহূর্তে যারা জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন, তারা সমাজের অমূল্য সেবক। অথচ এই গুরুত্বপূর্ণ সেবার স্বীকৃতি সচরাচর দেওয়া হয় না। তাই এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। একইসাথে কৃতকার্য শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।
এক শতাধিক বয়সী কবর খননকারী সৈয়দ আহমেদ (বলী) সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে বলেন—
“সারা জীবন মানুষের জানাজা ও কবর খননের কাজ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ সমাজ থেকে এভাবে সম্মান পেয়ে আমি গর্বিত। এটি আমাকে বেঁচে থাকার আনন্দ আরও বাড়িয়ে দিল।”