Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞা টেলিকমিউনিকেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Sumon Patowary

প্রকাশিত: / বার পড়া হয়েছে


Sumon Patowary

দাগনভূঞা টেলিকমিউনিকেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নীতিমালা বিতরণ ও আতার্তুক স্কুল মার্কেটে সমিতির নতুন ৩ জন সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় বনফুলের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল মেননের সঞ্চালনায় এবং সভাপতি মো. ছায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা থানা সেকেন্ড অফিসার রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। এছাড়াও বক্তব্য রাখেন আতার্তুক স্কুল মার্কেটের সহ-সভাপতি খাজা মাঈন উদ্দিন, সমিতির উপদেষ্টা সাংবাদিক সুমন পাটোয়ারী প্রমুখ।

এ সময় সমিতির পরিচালনা পরিষদ ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বলেন, “টেলিকমিউনিকেশন ব্যবসায় একটি বড় সমস্যা হলো চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়। এতে একদিকে ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এই চোরাই মোবাইল কেনাবেচা রোধে সকল ব্যবসায়ীকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই দোকানে চোরাই বা সন্দেহজনক মোবাইল ক্রয়-বিক্রয় করা যাবে না। প্রতিটি মোবাইল ফোন কেনা-বেচার সময় ক্রেতা-বিক্রেতার সঠিক পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর রেকর্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত বাজার মনিটরিং করবে এবং চোরাই মোবাইলের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা যদি সম্মিলিতভাবে চোরাই মোবাইল ব্যবসা প্রতিরোধে কাজ করেন, তাহলে দাগন ভূঞার বাজার হবে নিরাপদ ও স্বচ্ছ। এতে ব্যবসায়ীদের সুনাম যেমন বৃদ্ধি পাবে, তেমনি ক্রেতারাও নিশ্চিন্তে মোবাইল ক্রয়-বিক্রয় করতে পারবেন।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত