প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা টেলিকমিউনিকেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নীতিমালা বিতরণ ও আতার্তুক স্কুল মার্কেটে সমিতির নতুন ৩ জন সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় বনফুলের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল মেননের সঞ্চালনায় এবং সভাপতি মো. ছায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা থানা সেকেন্ড অফিসার রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। এছাড়াও বক্তব্য রাখেন আতার্তুক স্কুল মার্কেটের সহ-সভাপতি খাজা মাঈন উদ্দিন, সমিতির উপদেষ্টা সাংবাদিক সুমন পাটোয়ারী প্রমুখ।
এ সময় সমিতির পরিচালনা পরিষদ ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বলেন, “টেলিকমিউনিকেশন ব্যবসায় একটি বড় সমস্যা হলো চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়। এতে একদিকে ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এই চোরাই মোবাইল কেনাবেচা রোধে সকল ব্যবসায়ীকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই দোকানে চোরাই বা সন্দেহজনক মোবাইল ক্রয়-বিক্রয় করা যাবে না। প্রতিটি মোবাইল ফোন কেনা-বেচার সময় ক্রেতা-বিক্রেতার সঠিক পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর রেকর্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত বাজার মনিটরিং করবে এবং চোরাই মোবাইলের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা যদি সম্মিলিতভাবে চোরাই মোবাইল ব্যবসা প্রতিরোধে কাজ করেন, তাহলে দাগন ভূঞার বাজার হবে নিরাপদ ও স্বচ্ছ। এতে ব্যবসায়ীদের সুনাম যেমন বৃদ্ধি পাবে, তেমনি ক্রেতারাও নিশ্চিন্তে মোবাইল ক্রয়-বিক্রয় করতে পারবেন।”