প্রকাশিত: / বার পড়া হয়েছে
অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ, ফেনী।
উক্ত মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মহোদয় মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে আইন শৃঙ্খলা সংক্রান্তে জেলা পুলিশ ফেনী কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করেন।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাইদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (সোনাগাজী সার্কেল)জনাব সৈয়দ মুমিদ রায়হান ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব খায়রুল বাশার ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব জয়া রায় চৌধুরী।জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।