Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

শার্শা থানা পুলিশ কর্তৃক চালমান বিশেষ অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার সহ আসামী গ্রেফতার-০২

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম (১৯), পিতা-মোঃ ইয়াসিন আলী, মাতা-মোছাঃ সেলিনা খাতুন, সাং-নারিকেলবাড়ীয়া, থানা-শার্শা, জেলা-যশোর একজন ভ্যানচালক। ইং ১৬/০৯/২০২৫ তারিখ বেলা অনুমান ১৩.১০ ঘটিকার সময় শার্শা থানাধীন বড়বাড়ীয়া সাকিনস্থ জনৈক মিজানের ইট ভাটার সামনে পানবুড়ি হতে ধলদাগামী পাকা রাস্তার উপর হতে ভ্যানে যাত্রী হিসাবে থাকা আসামী ১) মোঃ ইমরান হোসেন সহ ০৩(তিন) জন ভ্যান ছিনতাই করে ও চাকু দিয়ে বাদী মোঃ আক্তারুল ইসলাম গুরুত্বর জখম করে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে জনাব মোঃ আব্দুল আলিম, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরের নির্দেশক্রমে শার্শা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালা করে স্থানীয় জনগনের সহায়তায় ইং ১৬/০৯/২০২৫ তারিখ ১৪.১০ ঘটিকায় সময় শার্শা থানাধীন বড়বাড়ীয়া এলাকা হতে আসামী ১। মোঃ ইমরান হোসেন, ০২। মোঃ কামরুজ্জামানদ্বয়কে আটক করেন এবং ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম এর ভ্যান উদ্ধার করেন। 

 আসামীদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১৬, তাং-১৬/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়েছে।

উদ্ধারকৃত  আলামতঃ
১। একটি চাকু
২। ছিনতাইকৃত ভ্যান
৩। গুলের কৌটা

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে  ইং ১৭/০৯/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।  
তরিকুল ইসলাম বেনাপোল
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১) মোঃ ইমরান হোসেন (২৮), পিতা-মৃত মানিক হোসেন, 
পিতা-মোঃ আজিবর রহমান(পালক পিতা),
 মাতা-মোছাঃ বুলবুলি বেগম, 
স্থায়ী সাং-লাউতাড়া (খালপাড়া), থানা-শার্শা, জেলা- যশোর,
এ/পি সাং-নামাজগ্রাম, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর,। 

০২। মোঃ কামরুজ্জামান (২৮), পিতা-মোঃ আক্তারুজ্জামান বাবু, 
মাতা-মোছাঃ সায়েরা খাতুন, স্থায়ী সাং-কন্যাদহ,
 এ/পি সাং-পান্তাপাড়া (পশ্চিমপাড়া), উভয় থানা-শার্শা, জেলা-যশোর

গ্রেফতারকৃত আসামীদের বিরেুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত