প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শাহীদুল ইসলামের সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮)এর উপজেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নির্বাহী অফিসার মহোদয় সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চান।
এই সময় দাগনভূঞা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব,মাসুদুর রহমান ও দাগনভূঞা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্পাদক জনাব, সাজেদুল ইসলাম কমল সমসাময়িক সময়ে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ সম্পর্কে এবং সহকারী শিক্ষকদের দাবী সমূহের বিষয়ে অবহিত করেন।
নির্বাহী অফিসার মহোদয় সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনার এক পর্যায়ে বলেন আমি আমার পক্ষে সম্ভব হয়, এমন সব সভা সেমিনারে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এছাড়া ও নির্বাহী অফিসার মহোদয় বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,আমরা সবাই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দাগনভূঞা উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক কাজে তিনি শিক্ষকদের সহায়তা প্রত্যাশা করেন বলে মতামত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সমিতির সিনিয়র সহসভাপতি জনাব, ওয়ালী উল্যাহ স্যার,সহসভাপতি জনাব,কামাল উদ্দিন স্যার,মাহবুব স্যার,হেদায়েত স্যার,শাহাদাত স্যারসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।