প্রকাশিত: / বার পড়া হয়েছে
১০ ই সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী দাগনভূঞা ২ নং রাজাপুর ইউনিয়নের মুন্সীর হাট বাজারে সংবাদ সম্মেলন করে সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন যুবদল নেতা আবু ছায়োদ।
তিনি বলেন, ৯ ই সেপ্টেম্বর রাত ১২ টায় ফেসবুকে ৩৩ সদস্যের রাজাপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটি দেখে হতভম্ভ ও লজ্জিত হয়েছি।
হতভম্ব হওয়ার কারন জানতে চাইলে বলেন, ৩৩ জন কমিটির মধ্যে ১১ জন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের সদস্য, ২ জন শিবির সদস্য এছাড়া অনেকে মাদক, সিন্ডিকেট ও চাঁদাবাজির সাথে জড়িত থাকায় কোনভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না।
আবু ছায়েদ আরো বলেন আমার সাথে গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলো এবং নির্যাতিত হয়েছে এমন নেতা কর্মীদের সম্মেলন প্রস্তুতি কমিটিতে না দেখে ভীষন মর্মাহত হয়েছি। তাই এই কমিটি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।