প্রকাশিত: / বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন প্রমূখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে৷ স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেপ্তার করতে হবে।