প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম আমিন (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় সিএনজি চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া এলাকায় নাসিরনগর–সরাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল বিশ্বরোড থেকে পাঁচ যাত্রী নিয়ে নাসিরনগর সদরের উদ্দেশ্যে আসছিল সিএনজিটি পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রী আমিনুল ইসলাম আমিন মারা যান গুরুতর আহত অবস্থায় চালক সেলিম মিয়া (২৭) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিহত আমিনুল ইসলাম নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে আহতরা হলেন—ফেনীর করিম (৩২) ও তার বন্ধু সাগর মিয়া (২১), হবিগঞ্জের লাখাই উপজেলার অর্জুন দাস (৫৫) ও তার স্ত্রী দিপালী দাস (৪৫), এবং নাসিরনগরের শ্রীঘর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়া (২৭)
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায় এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে দুর্ঘটনাকবলিত সিএনজি থানায় জব্দ রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, আঞ্চলিক সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে তারা দ্রুত সড়ক সংস্কার ও ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।