Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ভারতে কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারীওশিশুকে বেনাপোলে হস্তান্তর

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি নারী-শিশুকে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ নারী ও শিশু ৭ জন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দু’ দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুস্টিয়া,  হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়। 

ফেরত আসা বাংলাদেশ নারী-শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে। 

এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মখমুদ ও উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান, ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি, স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #

Share

আরো খবর


সর্বাধিক পঠিত