প্রকাশিত: / বার পড়া হয়েছে
মাছের ভাণ্ডার নাসিরনগর স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় নাসিরনগরে প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২৭ শে আগস্ট সোমবার সকালে উপজেলার ডাকবাংলা বিল ও বালিয়াজুরি বিলে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে মাছের প্রজনন বৃদ্ধি পাবে, দেশি প্রজাতির মাছের বৈচিত্র্য টিকে থাকবে এবং স্থানীয় জেলেদের জীবিকা আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুর ও চাপরতলা পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মোট ৪৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে অতিথিরা প্রতীকীভাবে পোনা মাছ পানিতে অবমুক্ত করেন।