প্রকাশিত: / বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা সহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪৫জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।