প্রকাশিত: / বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে পুর্ব শত্রুতার জেরে লোহার খুন্তি দিয়ে আঘাত করে সুরভী খাতুন (২১) নামে এক গৃহবধুকে জখম করেছে জা ও তার মেয়েরা।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত মারিয়া ও তার মা ইসমাতারাকে আটক করে পুলিশ।
ঘটনাটি উপজেলার বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর এলাকায় ঘটে।
আটকরা হলেন কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের মেয়ে মারিয়া ও তার স্ত্রী ইসমাতারা।
অভিযোগে জানাগেছে,অভিযুক্ত মারিয়া ও ইসমাতারা সম্পর্কে বড় জা ও তার মেয়ে।তারা পাশাপাশি বসবাস করে। ইসমাতারার সাথে আমার পূর্বে শত্রুতা চলে আসছিলো। ঘটনার দিন সুরভীর বসত বাড়িতে অবস্থান কালে ইসমাতারার ছোট মেয়ে সাফিয়া কাঁদা পায়ে কক্ষের ভিতর প্রবেশ করলে তাকে কাঁদা পায়ে ঘরের ভিতর প্রবেশের জন্য জন্য নিষেধ করে।এসময় তর্কের এক পর্যায়ে রাগনিত্ব অবস্থায় ইসমাতারা স্বামীর বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তাকে গালাগালি করতে নিষেধ করলে ইসমাতারার মেয়ে মারিয়া কিল-ঘুষি মেরে সুরভীর শরিরের বিভিন্ন জায়গায় দিশাদের জখম করে এবং মারিয়াকে ডাকলে সে লোহার খুন্তি নিয়ে এসে তাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করে একাধিক আঘাত করে মাথায় কাটা রক্তাত্ব জখম করে। পরবর্তীতে সুরভী মাটিতে পড়ে।
এ সময় সুরভীর চিৎকার চেচামেচিতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা সুরভীকে মারধরের পর ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তিতে স্থানীয়রা ইসমাতারাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল ম িয়া জানান, এ সংক্রান্তে একটি অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করি।পরে আসামিদের আটক করে আদালতে প্রেরন করেছে বলে তিনি জানান।