Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সভা: সদস্য হতে সর্বনিন্ম এইচএসসি পাশ গৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সভা মঙ্গলবার (১৯ আগস্ট) শরীয়তপুর পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ণ কমিটির আহবায়ক কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে সভায় খসড়া গঠনতন্ত্র পাঠ করেন সদস্য সচিব নুরুল আমিন রবিন। 

সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতভাবে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। 

প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন কমিটির এই সভায় শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য হতে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এই যোগ্যতার বাইরে কেউ প্রেসক্লাবের সদস্য হতে পারবে না বলে জানান তারা। তবে নিজ প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে কাজ করতে পারবেন।

এতে শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবর, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার, দৈনিক হুংকারের সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রুদ্রবার্তার সম্পাদক শহিদুল ইসলাম পাইলট, শরীয়তপুর খবরের সম্পাদক আবুল বাশার, বর্তমান এশিয়ার সম্পাদক মাহবুবুর রহমান, প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এখন টিভির কাজী মনিরুজ্জামান, সময় টিভির বিএম ইস্রাফিল সহ শতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট ২০২৫ মধ্যে অনুমোদিত গঠনতন্ত্র শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে পৌছে দেয়া হবে এবং ১ সেপ্টেম্বর থেকে সর্বনিন্ম এইচএসসি সার্টিফিকেট ধারী গণমাধ্যমকর্মী নির্ধারিত ফি দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন বলে জানানো হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত