Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

সিএনজি গাড়ি হারিয়ে নি:স্ব ফেনীর দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


সিএনজির মালিকদের ছবি

ফেনী সদর উপজেলাধীন বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজার সংলগ্ন স্থান হতে শুক্রবার (১৬ আগষ্ট) ভোর রাতে দুটি সিএনজি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আয়ের একমাত্র অবলম্বন গাড়ী গুলো হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবার গুলো। 

সরেজমিন ঘুরে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের গনু মিয়ার বাড়ীর মোঃ মাঈন উদ্দিন (৩৭) ও বিচারপতি এবায়দুল হকের বাড়ির ভাটাটিয়া মো: ইব্রাহিমের মালিকীয় দুটি সিএনজি যাহার ইঞ্জিন নং-AZZWKL23517, চ্যাসিস নং-MD2A2ZAYIKWL24788 এবং আরেকটি অনটেস্ট সিএনজি যার ইঞ্জিন নং-AZZWJA-74878, চ্যাসিস নং-MD2A27AZ8JWA-17628, প্রতিদিনের ন্যায় বসতগৃহের পার্শ্বে তালাবদ্ধ রাখা ছিলে। ঐ দিনগত রাত আনুমানিক ৩.১২ ঘটিকার সময় অজ্ঞাতনামা  চোরেরা তালা কেটে  চুরি করিয়া নিয়া যায়। পরদিন তারা ঘুম থেকে উঠে দেখেন যে, উক্ত সিএনজি দুটো যে স্থানে রাখা হয়েছে সেই স্থানে আর নাই। উল্লেখিত সময়ের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বর্ণিত সিএনজি অটোরিক্সা দুটি চুরি করে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে মো: ইব্রাহিম জানান, আমি এনজিও থেকে লোন নিয়ে অনেক কষ্টে গাড়ি কিনেছিলাম। এক কিস্তি যাওয়ার পরই গাড়িটি চুরি হয়ে গেল। এখন আমি কিভাবে সংসার চালাবো আর কিভাবে কিস্তি পরিশোধ করবো।  সরকারের কাছে জোর দাবী করছি যাতে গাড়িটা উদ্ধার করা হয়। 

মো: মাঈন উদ্দিন জানান,আমিও এনজিও থেকে লোন নিয়ে গাড়ি নিয়েছি। এখন চোর আমার গাড়িটি নিয়ে গেল। আমি এখন পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় আছি। চুরির বিষয়ে স্থানীয় লোকজনকে জানাইয়া চতুরদিকে বহু খোঁজাখুঁজি করিয়াও গাড়ীটির কোন সন্ধান পাই নাই। যা সিসি টিভি পর্যালোচনা করিলে  হয়তো চোরগুলো সনাক্ত করা সম্ভব হইবে। আমি আমার গাড়িটি উদ্ধার করতে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা মো: বেলাল হোসেন জানান, তারা দুইজন নিরিহ অসহায় পরিবারের লোক। আমাদের এলাকায় ভাড়া থেকে গাড়ি চালিয়ে কোন রকম দিন যাপন করে। এখন গাড়ি গুলো চুরি হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট অনুরোধ করবো যাতে তাদের গাড়ি গুলো দ্রুত উদ্ধার করে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, এ বিষয়ে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত