Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি পালন

আবদুল্লাহ আল মামুন:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি আবদুল্লাহ আল মামুন

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বৃহস্পতিবার (২১আগস্ট) ২০২৫ খ্রি. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গাজীপুর-এর উদ্যোগে গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে মোট ১৭৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। 

গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ,পিভিএম সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি আমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। 

এরই অংশ হিসেবে সদর উপজেলার ৪টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ তানজির আজাদ পিভিএম, উপজেলা প্রশিক্ষক রুহুল আমীনসহ সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, আনসার কমান্ডারগণ এবং ভিডিপি- টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসময় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।  

জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, 'তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে।' গাজীপুরে সবুজায়নের এই কার্যক্রম আনস ার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত