প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত আধুনিক হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে রক্তমাখা গজ, ইনজেকশনের সিরিঞ্জ, হ্যান্ডগ্লাভস, মাস্ক, ঔষধের খোসা ও অন্যান্য বিপজ্জনক চিকিৎসা বর্জ্য। এতে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা রোগী ও স্বজনদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের পাশেই ডাস্টবিনের মতো ব্যবহার হচ্ছে উন্মুক্ত জায়গাটি। এসব বর্জ্য সাধারণ আবর্জনার সঙ্গে মিশে পচে গিয়ে বৃষ্টির পানির সঙ্গে খাল ও পুকুরে মিশে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। ফলে আশপাশের এলাকাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় নজরুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের সামনে এত দুর্গন্ধ ছড়ায় যে ওয়ার্ড পর্যন্ত টের পাওয়া যায়। অসুস্থ মানুষদের জন্য এটা একেবারেই সহনীয় নয়।”
এ বিষয়ে আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ডা. ইশরার কামাল বলেন,“বিষয়টি আমার চোখে পড়েছে। আমি ইতোমধ্যে ময়লা পরিষ্কারের নির্দেশ দিয়েছি।”