প্রকাশিত: / বার পড়া হয়েছে
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসা'মীসহ স্বর্ণ, মাদ'কদ্রব্য এবং অবৈধ চোরা'চালানী মালা'মাল আটক করেছে বিজিবি
অদ্য ১৯ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরা'চালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ স্বর্ণ, বিদেশী ম'দ, শাড়ী, থ্রি-পিচ, কম্বল, মোবাইল, নগদ টাকা, গাড়ির পাতিসেট এবং পোশাক সামগ্রী আ'টক করে। আ'ট'ককৃত মালা'মালের মূল্য ১,০৯,৪৬,৯৬৮/-(এক কোটি নয় লক্ষ ছেচল্লিশ হাজার নয়শত আটষট্টি) টাকা।