Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ননাসিরনগরে শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন করলো পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

ইয়াছিন চৌধুরী নিবিড়, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ হল রুমে রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা শেষে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনান এর সঞ্চালনায় রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ। আরও বক্তব্য রাখেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সনজিত কুমার দেব। প্রভাষক শাহজালাল, সহকারী শিক্ষক বাবু প্রদীপ চন্দ্র দাস, শিক্ষিকা সাইমা আক্তার, মাওলানা জসিম উদ্দিন ও মো: খাইরুল ইসলাম। 

আলোচনা শেষে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সনজিত কুমার দেব ক্যাম্পেইন উদ্বোধন করেন। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, শেখ রাসেল, বাপ্পি আহমেদ, সুজন মিয়া, নীলা আক্তার, সনিয়া ইসলাম, হৃদয় মিয়া, পারভেজ ইভান, সফিউল্লাহ, জিসান ও আতিকুল। 

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ বলেন, আজকের ক্যাম্পেইনের মাধ্যমে ২৬৫ জনকে রক্তের গ্রুপ জানিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠান ও ইউনিয়নে আমাদের ক্যাম্পেইন চলমান থাকবে।  

অধ্যক্ষ সনজিত কুমার দেব বলেন, যে স্লোগানে তোমরা সামনে অগ্রসর হচ্ছো তোমরা আরও এগিয়ে যাও। তোমরা আমাদেরই সন্তান, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত