প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঁইয়ার মাতুভূঁইয়া ইউনিয়নের উত্তর আলীপুরের বাগেরহাট মুন্সী কাজী বাড়ির আবুল বাশারের বসত ঘরে।
মঙ্গলবার(১৯ আগষ্ট) রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। এ নিয়ে ভুক্তভোগী আবুল বাশার দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আবুল বাশার লিখিত অভিযোগে জানান, আমার নিজ মালিকীয় জায়গায় একটি টিনশেড ঘরে আমার পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করি। আমি অত্যন্ত অসহায় ও গরীব মানুষ। উক্ত ঘরটিতে আমি বসবাস করার ক্ষেত্রে পূর্ব হইতে আমার ভাই মোঃ সিরাজের সাথে আমার দখলীয় জায়গা তাহার বলে দাবি করে।
আমার ভাই মোঃ সিরাজসহ তাহার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমার বসবাসরত ঘরের সমানের দরজায় পিলার দিয়ে চলাচলের দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরক্ষণে উক্ত জায়গা নিয়ে আমার ভাই মোঃ সিরাজের সাথে কোর্টের মাধ্যমে ০৪টি মামলা হয়। উক্ত মামলায় কোর্ট থেকে আমার পক্ষে রায় আসে।
এতে করে আমার ভাইয়ের পক্ষে কোন রায় আসে নাই বিধায় আমার প্রতি আমার ভাই হিংসায় বশবর্তি হয়ে প্রায় সময় আমার এবং আমার পরিবারের প্রতি অন্যায় অত্যাচার করে থাকে। এতে করে আমি মানসিকভাবে জীবন যাপন করিতেছি। আমাকে আমার ভাই মোঃ সিরাজ এবং তাহার অজ্ঞাতনামা সন্ত্রাসী সহ সার্বক্ষণিকভাবে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে থাকে। এতে করে আমি মৃত্যুর ভয়ে এবং আমার পরিবার সহ ভীত সন্ত্রস্ত ভাবে জীবন যাপন করতেছি।
বিগত ১৯/০৮/২০২৫ইং তারিখে আনুমানিক রাত ১:০০ টায় হইতে ০২:০০ টায় কিছু সংখ্যক অজ্ঞাতনামা প্রমুখ আসামীগণ পূ র্ব পরিকল্পিতভাবে আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। যাহার কারনে আমি এবং আমার পরিবার অনেক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়। এতে করে আমার ঘরের সব কিছু পুড়ে ছায় হয়ে গেছে। আমি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।
আমার সকল আসবাবপত্রের মধ্যে ০২টি শোয়ার খাট, ০২টি টেবিল ও কয়েকটি চেয়ার, ০৩টি ফ্যান, ০১টি স্ট্রীজ, অসুস্থ রোগীর ব্যবহার করা ০১টি ঠেলার গাড়ী, ০১টি হাড়ি পাতিলের মিস্ত্রি, উপরের সিলিং করা প্লেন সিট, আমার কিছু শুকনা গাছ ছিল, প্রায় ১৫মণ ধান, ঘরের সব টিন সহ এবং নগদ কিছু টাকা পয়সা ও সামান্য গহনা অলংকার কাঠের আলমারিতে ছিল যাহা সব পুড়ে ছায় হয়ে গেছে যাহার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক সর্বমোট মূল্য- ৫-৬ লক্ষ টাকা হইবে। এতে করে আমি এই বৃদ্ধ বয়সে সব হারিয়ে আমার পরিবার নিয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করিতেছি। উক্ত অজ্ঞাতানামা আসামীগণ কে বা কাহারা আমি কাহাউকে রাতের আধারে চিনতে পারি নাই। আমি এবং আমার পরিবার ঘুমের মধ্যে আগুনে পুড়ে মরে যাওয়ার উপক্রম ছিল। উক্ত ঘটনা আমি আমার সামাজিক মান্যগণ্য ব্যক্তিবর্গকে জানাইলে তাহার বলে দাগনভূঞা থানায় একটি অভিযোগ করতে।
এমতাবস্থায় আমার পুড়ে যাওয়া ঘরখানা আপনি দেখে তাহা সঠিক তদন্তের মাধ্যমে অজ্ঞাতনামা আসামীদেরকে আপনার আইনী আদালতে ডেকে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট আবেদন করিতেছি। নছেৎ আমার অফুরন্ত ক্ষতিসাধন হইবে।
এই বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জানান,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বাদী আবুল বাশার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।