প্রকাশিত: / বার পড়া হয়েছে
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরীন।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি’র সভাপতি হাফিজ মিয়া, নাসিরনগর মৎস্য আড়ৎ কমিটির সভাপতি রতন দাস ও সাধারণ সম্পাদক সুখলাল দাস প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, চাষী, আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়বে এবং হাওর অধ্যুষিত এলাকায় টেকসই মৎস্য সম্পদ গড়ে উঠবে।
এ বছর ৭ দিনব্যাপী (১৮–২৪ আগস্ট) নানা কর্মসূচি, যেমন র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, মাছের খামার পরিদর্শন, মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।