প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল নোট চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫টি পাঁচশত টাকার জাল নোট, মোট ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৭ আগস্ট (রবিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজারের কানু দাসের চা দোকানের সামনে অবস্থানরত অবস্থায় জাল নোটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানকালে একজন সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামাল মিয়া (৪০), পিতা-মৃত আরজু মিয়া, সমন মিয়া (৩৮), পিতা-মৃত ইউনুছ মিয়া, মো. হাবিব (২৫), পিতা-জসুক মিয়া তিনজনই পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা, এ ঘটনায় পলাতক রয়েছে মো. জুরু মিয়া (৩৬), পিতা-অজ্ঞাত, একই গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে জাল নোট চালিয়ে আসছিল। তারা দাবি করেছেন, এই ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।