প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ১৮.০৮.২৫ (সোমবার) সকালে টিসিভি টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম, ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
এ সময় আরো বক্তব্য রাখেন, ডাঃ সুনন্দ সেন, উপজেলা সমাজসেবা অফিসার আইনুল হোসাইন জিলানী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুর রহমান, মো: জাবেদ হোসেন, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, আজিজিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ফারুক আহমেদ ।