প্রকাশিত: / বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আফ্রিকা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগস্ট সাউথ আফ্রিকা কোয়াজুলু নাটাল পিটারমেরিজবার্গ শাখা বিএনপির সভাপতি, ইসমাইল হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং মো: সেন্টুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সৈকত পাটোয়ারী, মো: রাসেল, মো: আরিফ, মো: সুমন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইসমাইল হোসেন রুবেল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপোষহীন গনতন্ত্রের অতন্দ্র প্রহরী উল্লেখ করে বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জনগণের স্বার্থে জেল খেটেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে মানবেতর জীবন যাপন করেছেন। তার পরও তিনি ফ্যাসিবাদের সাথে আপোষ করেন নি। আমি জন্মদিন উপলক্ষে ওনার সুস্থতা ও নেক হায়াত কামনা করি। দেশ ও জাতির প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই ডাকবেন অতীতের ন্যায় আফ্রিকা বিএনপি সকল শক্তি দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।
পরে হাফেজ জিয়া, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন।