প্রকাশিত: / বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক এম শরীফ ভূঞার পৈত্রিক সম্পত্তিতে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের নির্মিত ভবনের প্রবেশপথ বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম অপির সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসীর ক্ষোভ। এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য মুছাপুর মৌজায় অবস্থিত ৩ শতাংশ জমির মধ্যে ১ শতাংশ জায়গায় শরীফ ভূঞা চলতি বছরের জানুয়ারিতে একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন, যা বর্তমানে প্রায় সমাপ্তির পথে। কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে একই এলাকার বসুরহাট পৌরসভায় চাকুরিরত গোলাম সরওয়ার বুলবুল ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সাইফুল ইসলাম অপি ভবনের দক্ষিণমুখী মূল প্রবেশ ও চলাচলের পথ ইট-দেয়াল তুলে অবরুদ্ধ করে দেন। এতে সাংবাদিক পরিবারের সদস্যদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গোলাম সরওয়ার বুলবুল বসুরহাট পৌরসভায় কর্মরত থেকে অবৈধ প্রভাব খাটাচ্ছেন। অপরদিকে তার ছেলে সাইফুল ইসলাম অপি উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক। তিনি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন এবং ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক শরীফ ভূঞা অভিযোগে বলেন, অভিযুক্তদের এ কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৩৪১ ধারা (অবৈধভাবে পথরোধ), ৪৪৭ ধারা (অবৈধ প্রবেশ), ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ও ১৪৫ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। তিনি দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার পরিবারের নিরাপত্তা ও চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, চলাচলের পথ বন্ধ করা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।