প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে ইট ও কংক্রিটের ব্যবসা চালাচ্ছেন এলাকার প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মো. জামাল মিয়া। এতে বিদ্যালয়ের বারোশোরও বেশি শিক্ষার্থী খেলাধুলার সুযোগ হারানোর পাশাপাশি স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মাঠে ইটের স্তূপ ফেলে এবং কংক্রিট তৈরির যন্ত্র বসিয়ে ব্যবসা শুরু করেন জামাল মিয়া। প্রতিদিন ভাঙচুর ও মেশিনের তীব্র শব্দে পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, “ক্লাস চলার সময় ইট ভাঙার মেশিন চালালে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না।” শিক্ষকরাও জানান, শব্দদূষণের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম অভিযোগ করে বলেন, “বিষয়টি নিয়ে বারবার অনুরোধ করা হলেও জামাল মিয়া মাঠ খালি করছেন না।”
এ বিষয়ে কথা বলতে চাইলে জামাল মিয়া দখলের বিষয়টি স্বীকার করে বলেন, “আমি কিছুদিনের জন্য ইট রেখেছিলাম, সরিয়ে ফেলব।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরিন বলেন, “আমি বিষয়টি জানতাম না। যদি বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করত, তাহলে ব্যবস্থা নেওয়া যেত।”
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অবিলম্বে মাঠ দখলমুক্ত করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।