প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রীজ থেকে পড়ে পানিতে ডুবে নাঈম আহমেদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম বড়নগর গ্রামের সুলাইমান মিয়ার ছেলে ও বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পেছনের একটি ব্রীজে নাঈম ও তার বন্ধুরা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ সে পা পিছলে নিচে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাতলপাড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নাঈম সাঁতার জানত না। পানিতে পড়ে ডুবে যাওয়ায় তার মৃত্যু হয়। কিশোরের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।