প্রকাশিত: / বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ফেনীর দাগনভূঞা উপজেলা কর্মরত সংবাদিক ও সচেতন সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
শনিবার (৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে দাগনভূঞা জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক মোঃ ইমাম হাসান কচির সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি তাজ উদ্দিন আজাদ, সমাজতান্ত্রিক দল বাসদ উপজেলা সদস্য সচিব সিরাজ উল্ল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি নুরুল আমিন মিরাজ, ফেনী জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার, সাপ্তাহিক জনতার বিপ্লব, জেলা প্রতিনিধি আলা উদ্দিন আল হাসান, দৈনিক ভোরের কাগজের দাগনভূঞা প্রতিনিধি তোবারক হোসেন, দৈনিক আলোকিত সকাল, পিটু,দৈনিক ডেস্টিনি ফেনী জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক প্রতি দিনের কাগজের ফেনী প্রতিনিধি আবদুর রহিম ও দাগনভূঞা প্রতিনিধি মো: শাহআলম ও সাংবাদিক মোকাররম বিল্লাহ দৈনিক সরজমিন বার্তা জিয়া উদ্দিন, দৈনিক আজকে খবর, হায়দার সহ প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, স্থানীয় কর্মরত সাংবাদিকরা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।
বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।