Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

শরীয়তপুরের রুদ্রকরে ফের সক্রিয় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারীরা: ক্ষুদ্ধ এলাকাবাসী

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনামুখী বড় তালুকদার বাড়ি এলাকায় জাকির সরদার কর্তৃক অবৈধভাবে রাসেল বেপারীর ড্রেজার মেশিন দ্বারা মাটি কাটা ও ভরাট বন্ধের দাবি করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে আসলাম সরদার নামক এক ব্যক্তি শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগকারী আসলাম সরদার জানান, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনামুখী বড় তালুকদার বাড়ি এলাকায় জাকির সরদার অবৈধভাবে রাসেল বেপারীর ড্রেজার মেশিন দ্বারা ফসলী জমির মাটির উত্তোলন করে বিক্রি করেছে।
এতে করে আশপাশের কয়েক একর ফসলী জমির ক্ষতির সম্ভবনা রয়েছে। এঘটনায় এলাকাবাসীর পক্ষে আসলাম সরদার শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে লিখিত অভিযোগ করেছেন। 

এব্যাপারে আসলাম সরদার বলেন, এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে ওই এলাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রির হিড়িক পরেছে। ফলে ফসলী জমি ভেঙে পড়ার আশঙ্কা করছি। এসব এলাকার জমিতে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হয়। চাষাবাদই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। অতিদ্রুত ওই অবৈধ ড্রেজার অপসারণ চাই। পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, প্রশাসন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটির উত্তোলনকারীরা কোনো ভাবে ছাড় পাবে না।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত