Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

নাসিরনগরে দাবি আদায়ে সিএনজি চালকদের কর্মবিরতি:বিপাকে যাত্রীরা

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজি অটোরিকশা চালকদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদর কলেজ মোড় এলাকায় দেখা যায়, যাত্রীবাহী সিএনজি অটোরিকশার অভাবে মানুষজন ভোগান্তিতে পড়েছেন।

চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে নানান প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—আটক করা যানবাহনগুলো বিনা শর্তে মুক্তি দেওয়া, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলাচলের সুযোগ নিশ্চিত করা,ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করা
তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

অন্যদিকে যাত্রীরা অভিযোগ করে বলেন, হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটে তারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অফিসগামী কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সকাল থেকেই বিকল্প যানবাহনের জন্য  ছুটোছুটি করছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রীসাধারণের দুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত