Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগরে যুবকের মৃত্যু: আত্মহত্যা না হত্যা

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হৃদয় সূত্রধর (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বেনিপাড়া এলাকায় তিন বন্ধু মিলে হৃদয়কে জোরপূর্বক বিষপান করায় বলে অভিযোগ করেছেন তার বড় বোন। অভিযুক্তদের মধ্যে এক যুবকের নাম মো. জাকির হোসেন, যার বাড়ি চাপরতলা ইউনিয়নে।

হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর ঢাকায় রেফার করার পথে ভোররাতে তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত