Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ঢাকায় "ফেনী সদর এসোসিয়েশন" এর কমিটি গঠন "সভাপতি নাজিমুদ্দিন, সম্পাদক রুমেল"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ঢাকায় "ফেনী সদর এসোসিয়েশন" এর কমিটি গঠন করা হয়েছে, এতে সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক হিসাবে নাসির উদ্দিন রুমেল নির্বাচিত।

গত ০৫ জুলাই ২০২৫ শনিবার, রাজধানী ঢাকায় বসবাসরত ফেনী সদরের বাসিন্দাদের নিয়ে ফেনী সদর এসোসিয়েশন ঢাকা নামে এ প্রথম কোন একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।

ফেনী ক্লাব ঢাকা লিঃ সহ-সভাপতি জনাব আনোয়ারুল কামরানের সভাপতিত্বে জনাব শহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ফোরাম ঢাকা'র সভাপতি জনাব কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিকিউরিটিস লিঃ এর বোর্ড অব চেয়ারম্যান ব্যারিস্টার রেদোয়ান হোসাইন ও এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জনাব বুরহান উদ্দিন ফয়সল ও কেনেডা প্রবাসী জনাব মাসুদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন কে  সভাপতি এবং তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা জনাব মুহাম্মদ নাসির উদ্দিন রুমেল কে সাধারণ সম্পাদক করে আগামী ০৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে জনাব আনোয়ারুল কামরান, ড.সামছু উদ্দিন ফরহাদ, জনাব আলা উদ্দিন মিয়াজী, জনাব মফিজুর রহমান মুন্না ও জনাব আরমান শাহাদাত জনি, সহ- সেক্রেটারী যথাক্রমে জনাব ফয়জুল্লাহ নোমানী ও মোঃ এমরানুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল ইসলাম সোহেল, সহ-সাংগঠনিক জনাব হাফিজ উল্লাহ খান, অর্থ সম্পাদক জনাব দিদারুল আলম ভূঁইয়া, অফিস সম্পাদক জনাব আইয়ুব আলী মামুন, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম, আইন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক , শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক ইঞ্জিঃ তানভীর হোসেন, আইটি সম্পাদক ইঞ্জিঃ শাহজালাল, মিডিয়া সম্পাদক জনাব রাশেদুল হাসান, সহ-মিডিয়া সম্পাদক জনাব হোসাইন আরমান, প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আলাউদ্দিন আদর, সুস্থতা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মেছবাহ উদ্দিন, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, শিল্প ও বানিজ্য সম্পাদক জনাব আরিফুল হাসান টিটু কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ইঞ্জিঃ আনোয়ার উল্যাহ,ইঞ্জিঃ তাকদিরুল আলম,জনাব সাইফুল ইসলাম লিখন, জনাব আসাদ আল করিম ও জনাব নাসির উদ্দিন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড.মুহাম্মদ নাজিমুদ্দিন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ও ফেনী সদরের আওতাধীন সকল ইউনিয়ন ও পৌরসভার মৌলিক সমস্যা চিহ্নিত করার আহবান জানান। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমে "ফেনী সদর এসোসিয়েশন ঢাকা" ভুমিকা রাখবে এ আশ্বস্ত করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত