Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে আশুগঞ্জ-সরাইল-নাসিরনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযান জোরদার

ইয়াছিন চৌধুরী,নাসিরনগর  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল ও নাসিরনগর এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, আশুগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর সদস্যরা প্রতিদিনই এসব উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করছেন।

অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা বিশেষ করে রাতের বেলায় সড়কে টহল বৃদ্ধি করেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করছেন। সেনা অভিযানের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীরা আতঙ্কে গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো দরকার।

উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে চুরি, বাড়িঘরে ডাকাতি ও পথচারীদের ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছিল। এতে জনমনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই সেনাবাহিনীর নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত