Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে ইমামকে মেরে মসজিদে ক্যাশের চাবি চিনিয়ে নিলো সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

ফেনীর সোনাগাজী পৌর শহরের মাষ্টার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নোমানের ওপর হামলা করে মসজিদের ক্যাশ বক্সের চাবি চিনিয়ে নিলো সন্ত্রাসীরা।

শুক্রবার(০৯ মে) জুমা’র নামাজের পর বেলা ২টার দিকে পৌর শহরের মাষ্টার পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

এ সময় কেউ মসজিদে নামাজ পড়তে এলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায় বলে জানান উপস্থিত  মুসল্লীরা।

এঘটনায় খতিব মাওলানা মো : নোমান বাদী হয়ে
ওই এলাকার নূর আহম্মেদের ছেলে মানিক ও হিরন এবং হোসেন আহম্মেদের ছেলে জসিম মিন্টুসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনক আসামি সোনাগাজী মডেল থানা অভিযোগ দাখিল করেছেন। 

থানায় দাখিলকৃত ওই অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হিরনের উস্কানিতে স্থানীয় মাদক কারবারি মানিক ও মিন্টু মসজিদের ভেতরে ঢুকে উপস্থিত মুসল্লীদের গালমন্দ করতে থাকে।এসময় খতিব মাওলানা মো.নোমানসহ সচেতন মুসল্লীরা এর প্রতিবাদ করলে লাঠিসোটা নিয়ে এ ঘটনায় তারা।

সোনাগাজী মডেল থানা ওসি বায়েজিদ আকন্দ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত