Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ভাইয়ের বিরুদ্ধে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা পৌরসভার ২ নং ওয়ার্ড করিমপুর গ্রামের খায়েজ আহম্মদ মিয়ার বাড়িতে রাতের আঁধারে সন্তাসী হামলা করে বসত বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

গত ৮ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক ১২ টা থেকে একটার সময় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রশাসনের লোক ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

এই বিষয়ে খায়েজ আহম্মদ মিয়ার বড় ছেলে বাড়ির মালিক দাগনভূঞা বসুর হাট রোডস্থ "কে আহাম্মদ এন্ড সন্সের" সত্বা-অধিকারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার ভাই তৈমুর আলমের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাদী জাহাঙ্গীর আলম বলেন, ৮ এপ্রিল রাত ১২.৩০ এর দিকে আমাকে বাড়ি থেকে আমার তত্বাবধায়কেরা কল দিয়ে বলে বাড়িতে ৪০- ৫০ জন লোক এসে সব ভেঙে ফেলতেছে, আমি তাড়াতাড়ি প্রশাসন কে জানাই এবং রাত ১ টার দিকে পুলিশ আমার বাসার সামনে আসলে তাদের সাথে বাড়িতে আসি, দেখি আমার নির্মাণাধীন বসত বাড়ি আমার ভাই তৈমুর তার দলবল নিয়ে ভেঙে তচনচ করে রেখে গেছে।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে তার ভাই তৈমুর আলম  তার দোকানে এসে তার উপর চড়াও হয় এবং দোকানে সিসিটিভি সহ অনেক কিছুতে ভাংচুর চালায়। ঘটনার পর ৮ আগষ্ট জাহাঙ্গীর আলম থানায় তার ভাই তৈমুর আলমের বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন।

কেন বার বার হামলা ভাংচুর করছে এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা তার জায়গা জমিন সকল ছেলে মেয়েকে তার ইচ্ছে মত ভাগ ভাটোয়ারা করে রেজিস্ট্রার করে দিয়ে দিয়েছেন। এখন আমার ভাই তৈমুর আলম দাবী করছে আমার বাবা আমাকে সম্পদ বেশি দিয়েছেন সেগুলো তাকে ফেরত দিতে হবে। এ জন্য সে দফায় দফায় আমার বাড়ি ঘর, ব্যাবসা প্রতিষ্ঠান ও আমার উপর হামলা চালাচ্ছে। আমাকে মেরে প েলার হুমকি দিচ্ছে, এমত অবস্থায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার নিরাপত্তা দাবি করছি।

হামলা ও ভাংচুরের বিষয়ে অভিযুক্ত তৈমুর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে আমি এই বিষয়ে কিছু জানি না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

উক্ত ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই শৈবাল বড়ুয়া জানান, আমরা বাড়ির মালিক জাহাঙ্গীর আলম থেকে কল পেয়ে ৮ তারিখ রাত ১ টার দিকে ঘটনাস্থলে ছুটে যাই, সেখানে আমরা ভাংচুরের আলামত দেখলেও কাউকে ঘটনাস্থলে দেখি নাই এবং জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার ভাই তৈমুর আলমকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্তে কেউ দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত