Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

কলেজের সভাপতি হতে না পেরে অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ।

ছাবেদুল সরকার, পাবনা

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নে আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের  সভাপতি না হতে পেরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ডেমড়া  ইউনিয়ন  বিএনপির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে।

রবিউল ইসলাম দীর্ঘদিন কলেজের ম্যানেজিং কমিটিতে থাকার পরে তাহার কার্যকলাপ সন্তসজনক নয় বলে জানান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃরমজান আলী।

এডহক কমিটি থেকে নতুন ম্যানেজিং কমিটি গঠনের  অনুমোদন এলে সেখানে রবিউল ইসলাম কে সভাপতি না করাতে ক্ষিপ্ত হয়ে কলেজের অধ্যাক্ষের কার্যালয়ে তার দলবল নিয়ে তালা দেন গত ৭ ই এপ্রিল সোমবার।

পরে ডেমড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েল রানা খবর পেয়ে ৮ ই এপ্রিল এলাকার সুশীল সমাজের ও কলেজের শিক্ষকদের নিয়ে তালা ভেঙ্গে অধ্যক্ষের কার্যালয় খুলে দেন। 

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বলেন, কলেজে তালা মারা এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ধরে নিবো, কারণ যে মানুষ ক্ষিপ্ত হয়ে পেশী শক্তির প্রভাব খাটিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মারতে পারে তার কাছ থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা কি আশা করতে পারে? রবিউল ইসলাম যে কাজ করেছে এটা  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে কলেজের এক প্রভাষক ( নাম প্রকাশে অনিচ্ছুক)  বলেন, রবিউল ভাই কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে এটা তার ঠিক হয় নাই তার কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তি বিএনপি দল করে সামান্য একটা পদের জন্য এমন জঘন্য কাজ করা উচিত হয় নি বলে আমি মনে কর ি।

মোঃ রবিউল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার চাচা ওই কলেজের প্রতিষ্ঠাতা আমি দাতা সদস্য, আমি মাস্টার্স পাশ আমাকে মাইনাস করে চেয়ারম্যান এর সাথে আতাত করে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রমজান আলী চেয়ারম্যান এর বউকে সভাপতি করার জন্য রাজশাহীতে কাগজ জমা দিয়েছে বলে আমি তাদের লোকের কাছ থেকে শুনেছি। অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছি যাতে একটা সুরহা হয় এই জন্য।আর আমি যোগ্য ব্যক্তি আমি সভাপতি  হতে চাই।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত