প্রকাশিত: / বার পড়া হয়েছে
নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠায় অবশেষে দাগনভূঞা (ফেনী) থানার ওসি লুৎফর রহমান কে ফুলগাজী (ফেনী) থানায় বদলি করা হয়েছে।
এই বিষয়ে ০৯ মার্চ (বুধবার) ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সাক্ষরিত পুলিশ সুপার কার্যালয় (ফেনী) হতে একটি অফিস আদেশ জারি করা হয়।
উল্লেখ্য ৫ আগষ্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দাগনভূঞা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যুক্ত হন লুৎফর রহমান।
গত ৭ মাসে চাঁদাবাজির টাকার ভাগ নেয়া, সেবাগ্রহীতাদের সাথে খারাপ আচরন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিষ্কিয়তা, চাঁদাবাজ, দখলদারদের সুবিধা দেয়া সহ অনেক গুলো অভিযোগ উঠায়, তাকে দাগনভূঞা থানা থেকে ফুলগাজী থানায় বদলী করা হয়।
দাগনভূঞা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে ফুলগাজী থানার ওসি মো: ওয়াহিদ ফারভেজ কে লুৎফর রহমানের স্থলাভিষিক্ত করা হয়।