প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় সৌদি প্রবাসী স্বামীর সাথে অভিমান করে রবিবার(৬ এপ্রিল) আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার সুলতানা(২৭) নামের দুই সন্তানের জননী।
তিনি দাগনভূঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের আলী মিস্ত্রী বাড়ির বাসিন্দা।
গৃহবধূর মা মুক্তা জানান, তিনি তার প্রবাসী স্বামী রেজাউল হোসেন আপনের সাথে রবিবার বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফোনে ঝগড়ারত ছিলেন। পরে কোন সময়ে অভিমান করে গলায় ফাঁস নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মো: আসির ইনতিসার সারিম জানান, ৭.১০ মিনিট উক্ত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত আবস্থায় পাই।
দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।