Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

গাজায় দিনে কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

সংস্থাটির প্রধান জানিয়েছেন, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পরিস্থিতি চলছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অব্যাহত বিমান অভিযানে শুক্রবার (৪ এপ্রিল) নতুন করে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে, গাজার আল-আহলি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর জানিয়েছেন, হাসপাতালে নতুন করে আহতদের চিকিৎসা দেওয়ার আর কোনো জায়গা নেই। দিন দিন আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন।মানবিক সহায়তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বলছে, চলমান এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা।

তাদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও মারাত্মক প্রভাব পড়ছে।এই পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তার পথ সুগম করার আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

Share

আরো খবর


সর্বাধিক পঠিত