Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চৌদ্দগ্রামে ৪০দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল ও শিক্ষা উপকরণ পেল ১০৪জন শিশু কিশোর

মনির হোসেন

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

০২ এপ্রিল (বুধবার),  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর ইসলামিক নবীন সংঘের উদ্যোগে ও প্রবাসীদের সহযোগীতায় ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করা হয়। ধর্মপুর জামে মসজিদ ও দক্ষিণ পাড়া আল আকসা মসজিদে ১০৪ জন মুসল্লি রেজিষ্ট্রেশন করেন।

পরীক্ষার মাধ্যমে পাঁচ জনকে সাইকেল, ১৬ জনকে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ ও ৫৪ জনকে স্কুল ব্যাগ ও কোরআন ক্লাসের ২৭ জনকে লুঙ্গি উপহার দেয়া হয়।

ধর্মপুর ইসলামিক নবীন সংঘ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, থিওলজি বিভাগের ডীন ড. আবু বকর সিদ্দিক আশরাফী।
 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গুলজার আলম,ওসি( তদন্ত),  চৌদ্দগ্রাম থানা।

নবীন সংঘের সেক্রেটারি এ জে কামরুলের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ মনির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল আলম শ্যমলের সার্বিক তত্ত্বাবধানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীন সংঘের সভাপতি আক্তার উদ্দীন শাহীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি নবীন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান অরগানাইজেশান এর নির্বাহী পরিচালক মহিউদ্দিন আমিন, প্রফেসর আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন, মাস্টার আবুল বাশার, ধর্মপুর গ্রামের সর ্দার মাসুদ কবির বারকু, নবীন সংঘের প্রাক্তন সদস্য জামাল উদ্দিন, আব্দুল বারিক।

অনুষ্ঠানে বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করে এলাকায়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত