প্রকাশিত: / বার পড়া হয়েছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার (৩০ মার্চ ২০২৫) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে শরীয়তপুর সদরের প্রেমতলা সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা, স্থানীয় আব্দুল আলিম সুরেশ্বরের বাড়িতে তার নেতৃত্বে উক্ত ঈদ উদযাপন করা হয়,
নামাজে শিশু ও নারীসহ অনেক মুসল্লি অংশ নেন, নামাজ শেষে তারা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, নামাজে অংশ নেওয়া মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, তাই আমরাও সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ পালন করেছি, এবং এর আগেও ঈদ পালন করেছি।
এছাড়া, তারা একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্যাপন করার জন্য সকল মুসলমানদের প্রতি আহ্বান জানান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।