Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সোনাগাজী স্পন্দন স্পোর্টিং ক্লাবের ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্পন্দন স্পোর্টিং ক্লাব এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) চরলক্ষ্মীগঞ্জ চৌরাস্তায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি রাসেদুল আলম রাসেল এর সভাপতিত্বে মাওলানা শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠান কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ মুনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইমান হোসাইন, মো আবু জাফর, ব্যাংকার মসিউর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনির উদ্দিন বলেন, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন বাকী এগারটি মাস জীবন যাপন করতে পারি। রমজান মাসে কুরআন নাজিল হওযার কারণে, রমজান মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। আমরা যদি কুরআন কে আঁকড়ে ধরতে পারি। কুরআনের সাথে সম্পর্ক গড়ি। তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে। ধনী গরীব সবাই সবার সাথে মুলাকাত, কোলাকুলি করবে। আনন্দ ভাগ করে নিবে। এর থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সারা বছর একে অপরের সাথে মিলে মিশে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। ঈদ উদযাপনে আমরা যেন, অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি চর্চা না করি। এই দিকে খেয়াল রাখার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্পন্দন স্পোর্টিং ক্লাব নামে ক্লাব হলেও তারা শুধু খেলাধুলার আয়োজন করে না। তাদের উল্লেখযোগ্য কাজ হচ্ছে মানবিক কাজ। মানুষের বিপদ আপদে পাশে থাকে। করনা থেকে শুরু করে ফেনিতে ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গরীব দুঃখীদের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ ।
স্পন্দন স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে সুন্দর সমাজ বিনির্মাণে শান্তি শৃঙ্খলায় রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহ্বান জানান। দলমতের ঊর্ধ্বে উঠে সমাজে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

মুনাজাত পরিচালনা করেন, মাওলানা দ্বীন মোহাম্মদ খাঁন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত