Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

জনগন দোষারোপের রাজনীতির অবসান চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সকল দেশপ্রেমিক গনতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি সমর্থন ও রাজপথে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের শক্তির মধ্যে বিভক্তি বিভাজন ও দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করছি। এদেশের সাধারণ মানুষ বিভাজন বিভক্তি নয়, ইস্পাত কঠিন ঐক্য অটুট দেখতে চায়। জনগণের আবেগ আকাংখা বুজতে না পারলে পরাজিত অপশক্তি সুযোগ পাবে।

তিনি ২৮ মার্চ (শুক্রবার) বিকাল ৫টায় বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালি থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরো সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কারন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যার্থ হলে জাতি ব্যার্থ হবে। আমরা সাম্য সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোন দুরত্ব নেই। আমরা শোষণমুক্ত মানবিক বাংলাদেশের জন্যই ১৯৭১ ও ২০২৪ সালে লড়াই সংগ্রাম করেছি। তিনি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করার আহবান জানান।

কোতোয়ালি থানা লেবার পার্টির আহবায়ক মোঃ আনিস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মোঃ সুমন ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত ও মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত