Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

লেবার পার্টি বাগেরহাট জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টি বাগেরহাট জেলা শাখার আয়োজনে আজ শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাগেরহাট নাগের বাজারস্থ লেবার পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী খন্দকার মিথুন আহমেদ। লেবার পার্টির জেলা সভাপতি মনিরুল হক মনির সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পার্টির সহ সভাপতি ও বিশিষ্ট আলেমেদ্বীন জনাব জাহাঙ্গীর নজির।

এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জালাল, জেলা সদস্য মোকাম উদ্দিন, মিরাজ শেখ, ফেরদৌস নজির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র মুক্তিযুদ্ধের আকাংখা ছিল। আমরা হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে একটি সাম্যাবাদী সমাজ গঠনে লেবার পার্টিকে শক্তিশালী করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত