প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ লেবার পার্টি বাগেরহাট জেলা শাখার আয়োজনে আজ শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাগেরহাট নাগের বাজারস্থ লেবার পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী খন্দকার মিথুন আহমেদ। লেবার পার্টির জেলা সভাপতি মনিরুল হক মনির সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পার্টির সহ সভাপতি ও বিশিষ্ট আলেমেদ্বীন জনাব জাহাঙ্গীর নজির।
এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জালাল, জেলা সদস্য মোকাম উদ্দিন, মিরাজ শেখ, ফেরদৌস নজির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র মুক্তিযুদ্ধের আকাংখা ছিল। আমরা হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে একটি সাম্যাবাদী সমাজ গঠনে লেবার পার্টিকে শক্তিশালী করতে হবে।